atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > সাড়ে পাঁচ মাস পর কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

সাড়ে পাঁচ মাস পর কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিন কাউন্টার থেকে ট্রেন টিকিট বিক্রি বন্ধ থাকার পর আজ শনিবার থেকে আবারও বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকে ঢাকাসহ সারাদেশে এই কার্যক্রম শুরু হয়।

করোনা পরিস্থিতিতে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর কাউন্টারে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে আজ কাউন্টার থেকে টিকিট বিক্রির প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশিরা। কারণ, যাত্রীরা আজ কালের টিকিটের চাহিদা করলেও দেয়া হচ্ছে ২১ সেপ্টেম্বরের টিকিট।

কমলাপুরের স্টেশন ম্যানেজার জানান, অনলাইনে আগেই ২০ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই আগামী ২১ তারিখ পর্যন্ত শুধুমাত্র এই একদিনের টিকিটই দেয়া হবে। বর্তমান নিয়মে ট্রেনের ৫০ শতাংশ আসনের টিকিট কাউন্টার থেকে বিক্রি হবে। বাকি অর্ধেক মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে কাটা যাবে।

পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন লাগবে। স্বাস্থ্যবিধি মেনে লোকাল কমিউটার আন্তনগর ট্রেনের সংখ্যা বিভিন্ন রুটে বাড়ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :