atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ পাবেন আইনজীবীরা : আইনমন্ত্রী

স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ পাবেন আইনজীবীরা : আইনমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে আর্থিক সংকট মোকাবিলায় আইনজীবীরা স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ পাবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার (১৩ সেপ্টেম্বর) ফরিদপুরে ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত আটতলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এ কথা জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই মাস আইনজীবী বিশেষ করে জুনিয়র আইনজীবীরা তাদের প্রাকটিস করা থেকে বঞ্চিত হয়েছেন। এতে অনেকেই আর্থিক সংকটে পতিত হয়েছেন। অনেকেই কষ্টে আছেন। তাদের এই কষ্ট লাঘবের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।’

বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে এই ঋণ দেয়া হবে বলে জানান আইনমন্ত্রী।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার হয়েছে’ জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘হেফাজতে মৃত্যুর কারণে এই উপমহাদেশে প্রথম সাজাও এই সরকারের সময় হয়েছে। অপরাধীদের সাজা দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই দেশে সকলকেই আইন মানতে হবে এবং এর ব্যত্যয় ঘটালে তার বিচার হবে এবং আইনসঙ্গত সাজা হবে। এটা সকলকে মনে রাখতে হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘জনগণ আমাদের ওপর তখনই আস্থা রাখবে, যখন তারা সঠিক বিচার পাবে। বিচারক ও আইনজীবীরা বিচার বিভাগকে কার্যকরের অত্যন্ত মূল্যবান দুটি অর্গান। রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অর্গানের মধ্যে বিচার বিভাগ যেমন একটি, ঠিক তেমনি বিচার বিভাগকে সঠিকভাবে পরিচালনার জন্য বিচারক ও আইনজীবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ইনস্টিটিউশন। এই দুই ইনস্টিটিউশন মিলে জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।’

‘দুই হাজার ৮৭৬ কোটি টাকা ব্যয়ে ই-জুডিশিয়ারি প্রকল্প হাতে নেয়া হয়েছে’ জানিয়ে আনিসুল হক বলেন, ‘ন্যায়বিচার নিশ্চিত করলে জনগণ এসব কাজের সুফল পাবে। বর্তমানে ৩৭ লাখ মামলার জট রয়েছে। এ জট কমাতে হবে।’

‘জনগণের কাছে ন্যায়বিচার পৌঁছে দেয়া না গেলে তার পরিণতি কী হবে, সেটা মুখে উচ্চারণ করাও উচিত নয়।’

সরকার জেলায় জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা জজ আদালত ভবন নির্মাণ করে দিচ্ছে, জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘বিচারকদের সঠিকভাবে মূল্যায়ন করে তাদের বেতন-ভাতা বাড়িয়ে দিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন বিচারকরা আর্থিকভাবে স্বচ্ছল থাকলে তারা কাজে মনোনিবেশ করতে পারবেন এবং জনগণ সুষ্ঠু বিচার পাবে।’

ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন), আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ ও এম খালেদ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :