গাজীপুর প্রতিনিধি, এটিভি সংবাদ
পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ঈদে সারাদেশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার ব্যাটালিয়ান দল, প্রশাসন, ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা কর্মী সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমাদের ডিবি, সিআইডি, ক্রাইসিস ম্যানেজমেন্ট, ডগ স্কোয়াডসহ আমাদের যত টিম রয়েছে তারাও সবাই একসঙ্গে কাজ করছে।
আমরা আশা করি, সারাদেশে সবাই নিজ নিজ গন্তব্যে সময়মতো পৌঁছাতে পারবে। সেজন্য আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। এখনো পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক আছে। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এসব কথা বলেছেন। এ সময় অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি চান্দনা চৌরাস্তায় নেমে সড়ক পরিস্থিতি পরিদর্শন করে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।