মো. লাল মিয়া, তারাগঞ্জ (রংপুর), এটিভি সংবাদ //
জেলা রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবেল রানার দাপ্তরিক মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি করেছে প্রতারক সিন্ডিকেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি জানার পর সবাইকে ওই প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রুবেল রানা বলেন, আজ (১৬ ফেব্রুয়ারি) আমার দাপ্তরিক ফোন নম্বরটি ক্লোন করে অনেকের কাছ টাকা চেয়েছে প্রতারক সিন্ডিকেট।
তিনি আরো বলেন, জানতে পারলাম ওই প্রতারককে একজন টাকাও দিয়েছে।
আমি বিষয়টি জানার পর থেকে সবাইকে সতর্ক থাকার জন্য অবহিত করেছি।
এলএম/তারাগঞ্জ/এটিভি/১৬০২/১০:৩০