atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > কালিয়াকৈরে দুই মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই!

কালিয়াকৈরে দুই মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই!

গাজীপুর প্রতিনিধি, এটিভি সংবাদ 

গাজীপুরের কালিয়াকৈরে দুই মাছ ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে উপজেলার মাকিষ বাতান হাইটেক সিটি রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত হলেন, মিরপুর পল্লবী থানার মোসলেম সরকারের ছেলে অলিউল্লাহ (৩২) এবং একই থানার তাজুল  ইসলামের ছেলে মোহাম্মদ আবু (৩৫)।

আহতদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত বৃহস্পতিবার চারটার দিকে ঢাকার মিরপুর থেকে  মাছ ব্যবসায়ী অলিউল্লাহ, আবু, রানা, মোরশেদ পিকআপ ভাড়া করে মাছ কেনার জন্য কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেন।

উপজেলার মাকিষ বাতান হাইটেক সিটি রেল স্টেশন পার হতেই পিছন দিক থেকে মোটরসাইকেলে করে তিন যুবক গাড়ির সামনে এসে চালককে দা ধরে। এ সময় চালক ভয়ে গাড়ি থামিয়ে দেন। মাছ ব্যবসায়ী আবু এবং অলিউল্লাহ চালকের বাম পাশে বসা ছিল। মোটরসাইকেলে থাকা এক যুবক অলিউল্লাহকে কোপ দিয়ে ডান হাতের আঙুল কেটে দেয়। আবু দৌড়ে পালাতে গেলে তার ডান পায়ে কোপ দেয় দুর্বৃত্তরা। পরে অলিউল্লাহর সাথে থাকা ৫২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলি খান বলেন, বিষয়টি অনুসন্ধান করে দেখছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :