atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে মত বিনিময়

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে মত বিনিময়

সাগর হোসেন, বেনাপোল, এটিভি সংবাদ 
দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর আধুনিকায়নের দিক দিয়ে দিন দিন এগিয়ে যাচ্ছে। বন্দরের সার্বিক উন্নয়ন ও গতিশীলতার লক্ষে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন একান্ত জরুরি।
 
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 
বেনাপোল স্থলবন্দর কতৃক আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী।
 
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আবদুল জলিলের সভাপতিত্বে মত বিনিময় সভায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (উপসচিব) পরিচালক আক্তার উননেছা শিউলী, বেনাপোল বন্দরের উপ-পরিচালক রেজাউল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম সহ বিভিন্ন বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতা কর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :