atv sangbad

Blog Post

atv sangbad > রাজনীতি > সিপিডি তথ্য গোপন করেছে সিপিডি: তথ্যমন্ত্রী
ফাইল ছবি

সিপিডি তথ্য গোপন করেছে সিপিডি: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন, ‘দেশের ব্যাংকগুলোতে ক্লাসিফায়েড লোন বা অনাদায়ী ঋণের হার কমেছে, যে তথ্য সিপিডি তাদের রিপোর্টে সুকৌশলে গোপন করেছে‍‍। ২০০৮-৯ সালে ক্লাসিফায়েড লোন ছিল ১০ দশমিক ৫ শতাংশ, আর এখন ৯ দশমিক ৯৩ শতাংশ। অর্থাৎ তখনকার তুলনায় কু-ঋণের হার কমেছে।‍

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় স্থানীয় সাংবাদিকরা সিপিডি‍‍`র সাম্প্রতিক রিপোর্ট নিয়ে গণমাধ্যমে প্রকাশিত মন্ত্রীর তীব্র সমালোচনার প্রসঙ্গ উত্থাপন করলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‍‍২০০৯ সালে আমাদের জিডিপি ছিল ৮০ বিলিয়ন ডলার। এখন জিডিপি প্রায় ৫০০ বিলিয়ন বা হাফ এ ট্রিলিয়ন ডলার। তার মানে দেশের অর্থনীতির আকার ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। আর জিডিপি বৃদ্ধি পেলে ক্লাসিফায়েড বা ব্যাড লোনের আকারও বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তা জিডিপির কত অংশ, সেটিই হচ্ছে মূল বিষয়, যেটি সিপিডি রিপোর্টে উল্লেখ করেনি।‍‍ সিপিডি বলেছে, ক্লাসিফায়েড লোন বেড়েছে। কিন্তু তারা শুধু আকারের কথা বলেছে, পারসেন্টেজের কথা বলে নাই, গোপন করেছে। কারণ, ক্লাসিফায়েড লোনের হার কমেছে। তাদের রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত।‍

এ সময় অতীতের পরিসংখ্যানও তুলে ধরেন তথ্যমন্ত্রী বলেন, ‍‍`সিপিডির কেউ কেউ তো ২০০৭-২০০৮ সালে দেশ পরিচালনার সাথে যুক্ত ছিলেন এবং তখনও ক্লাসিফায়েড লোন ১০ শতাংশের ওপরে অর্থাৎ এখনকার চেয়ে বেশি ছিল।‍‍`

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :