https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রাজনৈতিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান দেশের রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান দেশের রাষ্ট্রবিজ্ঞানীরা – atv sangbad
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

রাজনৈতিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান দেশের রাষ্ট্রবিজ্ঞানীরা

রিপোর্টার নাম / ৪০ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৯:০৬ পূর্বাহ্ন

সৈকত মনি, এটিভি সংবাদ
দেশে রাজনৈতিক সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের উদ্যোগ নিতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্র বিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক (বিপিএসএন)। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তাঁরা।সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, গণতন্ত্র সর্বোত্কৃষ্ট রাজনৈতিক জীবনব্যবস্থা হিসেবে বিবেচিত। তবে এর চর্চা কিছুতেই সহজসাধ্য নয়। এর জন্য সবার আগে প্রয়োজন পরমতসহিষ্ণুতা, জনগণের ইচ্ছা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ ও জন-ইচ্ছাকে সব রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে স্থান দেওয়া।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের মতো পরস্পরবিরোধী ধারায় বিভক্ত সাংঘর্ষিক, প্রতিহিংসা-প্রতিরোধপরায়ণ রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা খুবই দুরূহ এবং রাজনৈতিক নেতাদের সম্মুখে তা এক কঠিন চ্যালেঞ্জ। তাই বলে হাত গুটিয়ে বসে থাকার কোনো অবকাশ নেই। শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন-অগ্রগতি, অন্য কথায় দেশ-জাতি-জনগণের স্বার্থে কোনোরূপ সহিংসতা কাম্য হতে পারে না।
যে বা যারা এ ধরনের পন্থা অবলম্বন করে, তা কখনো তাদের স্বার্থের অনুকূলে যায় না। আমাদের অতীতের অভিজ্ঞতাও সে কথা বলে। বিবৃতিতে বিপিএসএন জানায়, পরমুখী হয়ে দেশের রাজনৈতিক সমস্যার সমাধান কাঙ্ক্ষিত ও সম্মানজনক যেমন নয়, তেমনি তা সম্ভবও নয়। দেশের নেতাদেরই এর সমাধান খুঁজে পেতে হবে।
বাস্তব পরিস্থিতির তাগিদ মেনে নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি বা মানুষের প্রাণহানি ও সম্পদ বিনষ্ট করে এমন পন্থা পরিত্যাগ করে এবং রাজনৈতিক নেতৃত্বের দেশ শাসনের ধারা অব্যাহত রাখার স্বার্থে সাংবিধানিক ধারায় শান্তিপূর্ণভাবে সমস্যা নিরসনে অগ্রবর্তী হওয়ার জন্য আমরা সরকার ও বিরোধী দল নির্বিশেষে সব নেতার প্রতি আহ্বান জানাচ্ছি। 
রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, ‘সবার সম্মিলিত প্রয়াসে ভয়ভীতিহীন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আমাদের জন্য একান্ত অপরিহার্য। আমাদের স্মরণ রাখতে হবে, গণতন্ত্রের চর্চা ক্ষণিকের কোনো বিষয় নয়, বরং তা সার্বক্ষণিক। এর অব্যাহত চর্চার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান কাঠামো গড়ে ওঠার সুযোগ পায়, যা ছাড়া গণতন্ত্র কখনো নিরাপদ-নির্বিঘ্ন বা টেকসই হতে পারে না। আর গণতন্ত্র টেকসই হলে শুধু এক পক্ষই নয়, বস্তুত সব পক্ষই কোনো না কোনোভাবে বিজয়ী হয়। 
বিবৃতিদাতারা হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন-অর-রশিদ, চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য মাহফুজুল হক চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মু. আনসার উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, অধ্যাপক নাসিম আখতার হোসেন, অধ্যাপক শামসুন্নাহার খানম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভূঁইয়া মনোয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দ চক্রবর্ত্তী, অধ্যাপক মুহাম্মদ সোহরাব হোসেন, অধ্যাপক রফিক শাহরিয়ার ও সহযোগী অধ্যাপক মামুন আল মোস্তফা; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান জাকিরুল ইসলাম, অধ্যাপক জায়েদা শারমীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসমা বিনতে ইকবাল, সহযোগী অধ্যাপক নিবেদিতা রায় ও সহকারী অধ্যাপক নাজিয়া আরেফা; রংপুর বিশ্ববিদ্যালয়ের শরিফুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ফেরদৌস জামান, সেন্টার ফর পার্লামেন্ট স্টাডিজ, ঢাকার পরিচালক জালাল ফিরোজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসির পরিচালক শরিফ আহমেদ চৌধুরী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ