আবাসন সংকট নিরসনের দাবিতে প্রায় ৯ ঘণ্টা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে হলে ফিরে গিয়েছেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা। হলের আসন সংকট নিরসনে ৩০০ শিক্ষার্থীকে অন্য হলে স্থানান্তরসহ তিন দফা দাবিতে গতকাল সোমবার দুপুর দেড়টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টায় উপাচার্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ছাত্রীরা হলে ফিরে যান।
এর আগে গত রবিবার দুপুরে মৈত্রী হল থেকে অন্তত ৩০০ শিক্ষার্থীকে অন্য হলে এক মাসের মধ্যে স্থানান্তর করা, হলের আসন সংখ্যার সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার্থী অ্যালোট দেওয়া, মূল ভবনের প্রতি রুমে ছয় শিক্ষার্থীর বেশি শিক্ষার্থী বরাদ্দ দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট না করা এই তিন দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন মৈত্রী হলের ছাত্রীরা। দাবি আদায়ে সোমবার বেলা দেড়টায় উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেন তারা।
সন্ধ্যা সাড়ে ৬টায় উপাচার্য মো. আখতারুজ্জামান একবার বাসভবনে এসে প্রবেশ করতে চাইলে ছাত্রীদের অবস্থানের কারণে প্রবেশ করতে না পেরে প্রশাসনিক ভবনে তার দপ্তরে চলে যান। তখন থেকে রাত ১০টা পর্যন্ত কয়েক দফায় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার ও হলের আবাসিক শিক্ষক ও সহকারী প্রক্টররা এসে তাদের চলে যেতে বলেন।
উপাচার্যের আশ্বাসের পর ছাত্রীরা করতালি ও আনন্দ প্রকাশ করে হলের দিকে ফিরে যান।
এটিভি/এস