https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ দলের সঙ্গে ভারতের ভিসার আবেদন সৌম্যের, মাহমুদউল্লাহ কে দেখা যায়নি দলের সঙ্গে ভারতের ভিসার আবেদন সৌম্যের, মাহমুদউল্লাহ কে দেখা যায়নি – atv sangbad
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

দলের সঙ্গে ভারতের ভিসার আবেদন সৌম্যের, মাহমুদউল্লাহ কে দেখা যায়নি

রিপোর্টার নাম / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ

এশিয়া কাপের ঐচ্ছিক অনুশীলনের দিনে, ভারত বিশ্বকাপের ভিসা আবেদন প্রক্রিয়া সেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ না থাকলেও, সৌম্য সরকারকে দেখা গেছে দলের সঙ্গে। সৌম্য ছাড়াও, এশিয়া কাপের স্কোয়াডে না থাকা ক্রিকেটারদের মধ্যে ভিসা আবেদন সম্পন্ন করেছেন খালেদ আহমেদ, রিশাদ হোসেন ও জাকির হাসান। মূলত বিসিবির পরিকল্পনায় থাকায় আগে ভাগে এই কাজ সারেন ক্রিকেটাররা।

সোমবার (২১ আগস্ট) হোম ক্রিকেটে ছিল ঐচ্ছিক অনুশীলন পর্ব। দরজায় কড়া নাড়তে থাকা এশিয়া কাপের আনুষ্ঠানিক অনুশীলন বাতিলের কারণ ভারত বিশ্বকাপ।

বৈশ্বিক আসরকে সামনে রেখে এদিন বাংলাদেশি ক্রিকেটারদের দেখা গেল ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে। অভিজ্ঞ মুশফিকুর রহিম কিংবা প্রথমবারের মতো ডাক পাওয়া তানজিদ হাসান তামিম-স্কোয়াড ঘোষণা না হলেও, প্রাথমিক বিবেচনায় থাকা ক্রিকেটারদেরও কাগজপত্রের কাজ সেরে ফেললো বিসিবি।

কেবল মুশফিক-তামিম নয়, কোচিং স্টাফের সদস্যসহ বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস, ভিসার কাজ শেষ করেন ১৫ জন ক্রিকেটার। তবে সবচেয়ে আগ্রহের কেন্দ্রে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যায়নি এদিন।
হাথুরুসিংহের ব্যাকাপ ক্যাম্পের পর এখানেও মাহমুদউল্লাহর অনুপস্থিতি, অভিজ্ঞ এই ব্যাটারের জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ করলো আরও। যদিও টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, রিয়াদের মায়ের অসুস্থতা হতে পারে এদিন তার না আসার একটি কারণ। যদিও রিয়াদ না আসলেও, তার বিকল্প বিবেচনা করা শামীম-শেখ মেহেদী কিংবা সৌম্যরা ঠিকই সেরেছেন ভারত সফরের কাগজপত্র।
এশিয়া কাপের স্কোয়াডে না থাকা সৌম্যর মতো ভিসা আবেদন করেছেন জাকির হাসানও। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনও ছিলেন দলের সঙ্গে। পেস ইউনিটের মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম আর খালেদ আহমেদও ছিলেন এখানে। হাঁটুর ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও ভিসার কাজ সেরেছেন এবাদত।
মূলত, বিশ্বকাপের স্কোয়াডে যে ১৫ জন থাকবেন তাদের বাইরেও ব্যাকাপ ক্রিকেটারদের ভিসা করিয়ে রাখা হচ্ছে বিসিবির পক্ষ থেকে। সোমবার রিশাদ, সৌম্য, জাকিরদের উপস্থিতিতে এটুকু ইঙ্গিত পাওয়া যায় যে এই ক্রিকেটাররাও আছেন বিশ্বকাপের পরিকল্পনায়। এদিন ভারতের ভিসার কাজে আসতে দেখা যায়নি তামিম ইকবালকে। বিসিবি সূত্রে জানা গেছে তামিমের আগের ভিসা থাকায় তার আর আসার প্রয়োজন হয়নি।
সবমিলিয়ে প্রায় জনা পঁচিশেক ক্রিকেটারের ভিসার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে বলে জানা গেছে। সোমবার যারা আসেননি তারা মঙ্গলবার ভিসার জন্য ফিংগার প্রিন্ট দিতে আসবেন বলে জানা গেছে। তবে সব মিলিয়ে বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে কারা থাকছেন আর কারা থাকছেন স্ট্যান্ডবাই তালিকায় সেটা জানতে অপেক্ষা ৫ সেপ্টেম্বর পর্যন্ত, কেননা ওইদিনই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার ডেডলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ