শরিফুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি, এটিভি সংবাদ
দেশে ধর্ষণ নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। এ ব্যাপারে আইনের ভূমিকা জোরালো না হওয়ায় পার পেয়ে যাচ্ছে ধর্ষকেরা। তা নাহলে এমন ধর্ষণ কেনো প্রতিনিয়ত? ফরিদপুর শহরে আট বছরের শিশু ধর্ষণের ঘটনার মামলার আসামি আমিরুল মৃধা (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ জুলাই) রাতে শহরের পৌরবাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে আমিরুল শিশুটিকে ধর্ষণের দায় স্বীকার করে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে সন্ধায় তাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়।
গত ১৯ জুন দুপুর দেড়টার দিকে শহরের ঝিলটুলী মহল্লার একটি বাগানে ধর্ষণের এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ওই শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে ভর্তি করে। এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে আমিরুলকে আসামি করে গত ২০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ফরিদপুর কোতয়ালী থানায়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা জানান, আমিরুল শিশুটিকে টাকার লোভ দেখিয়ে শহরের চর কমলাপুর এলাকার একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। আমিরুল মৃধা বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের খরসুতি এলাকার বাসিন্দা। তিনি শহরের দক্ষিণ কালীবাড়ী এলাকায় ভাড়া থেকে কখনো রিকশা চালান, কখনো বাসের হেলপারি করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার এসআই ফরহাদ হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে এ ধর্ষণ মামলার আসামি আমিরুল শিশুটিকে ধর্ষণের দায় স্বীকার করে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।