চট্রগ্রাম প্রতিনিধি, এটিভি সংবাদ
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে মোবাইলফোন ছিনতাই চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আবদুল আওয়াল রানা (৩২), মো. জাবেদ (৩০), মো. ফরহাদ (২৭), মো. হানিফ (২৩), কামরুল ইসলাম (৩৪), আবু তাহের রুবেল (২৮), মো. বাপ্পী (২৫), ইয়াছিন আলম (২৫), মো. উজ্জল (২২) এবং মো. মাসুদ (২০)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকরা ২১৬টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭ নং বাস কাউন্টার এলাকা থেকে ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১৬টি মোবাইলফোন উদ্ধার করা হয়। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মোবাইলফোনের প্রকৃত মালিক নিশ্চিত হওয়া গেলে তাদের কাছে সেগুলো হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।