https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদল - atv sangbad আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদল - atv sangbad
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদল

রিপোর্টার নাম / ৭০ Time View
Update : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন

এস এম জামান, এটিভি সংবাদ 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের শীর্ষ পদে বড় পরিবর্তন এনেছে সরকার। দেশের ১০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজশাহীতে দেওয়া হয়েছে নতুন বিভাগীয় কমিশনার। কয়েকদিন আগেও দু’জন নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ হয়েছে। চলতি মাসে মাঠ প্রশাসনে আরও অন্তত ১৫ জন ডিসি বদল হতে পারেন বলে জানা গেছে। ইউএনও পর্যায়ে নতুন মুখ মাঠে যেতে পারে শতাধিক। সব ঠিক থাকলে তাদের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের সময় সাধারণত ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন। রিটার্নিং কর্মকর্তারা ভোট গ্রহণ থেকে শুরু করে নির্বাচনী সব দায়িত্ব পালন করেন। তারা কোনো কেন্দ্রের ভোট গ্রহণ বাতিলের ক্ষমতাও রাখেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে রিটার্নিং কর্মকর্তার অধীনে। এর বাইরে জেলার সার্বিক কার্যক্রমের দায়িত্বে থাকেন ডিসিরা।

গতকাল (৬ জুলাই) বৃহস্পতিবার ঢাকা, গাজীপুর, কুমিল্লা, রাঙামাটি, বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, শরীয়তপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলায় নতুন ডিসি নিয়োগ পেয়েছেন। এর মধ্যে প্রশাসনের ২৪ ব্যাচের একজন, দু’জন ২৫ ব্যাচের এবং বাকি সাতজন ২৭ ব্যাচের কর্মকর্তা। ঢাকায় বদলি করে আনা হয়েছে গাজীপুরের ডিসি আনিসুর রহমানকে। নিয়োগ পাওয়া অন্য ৯ ডিসির সবাই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ছিলেন। তাদের মধ্যে ছয়জনই মেয়র, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের একান্ত সচিবের দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস ডিসি হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে প্রশাসনের ২২ ব্যাচের ডিসি আছেন ২০ জন এবং তাদের স্বাভাবিক কর্মকাল পূর্ণ হওয়ায় এমনিতেই পরিবর্তন করতে হতো। এখন তাদের বদলে যারা মাঠে যাবেন, তারাই নির্বাচন পরিচালনার সুযোগ পাবেন। তাই এ প্রক্রিয়াকে নির্বাচনী মাঠ প্রশাসন গোছানোর প্রক্রিয়া হিসেবে অভিহিত করা হচ্ছে।

একবারেই ডিসি হিসেবে নিয়োগ পাওয়াদের মধ্যে জননিরাপত্তা বিভাগের উপসচিব মোশারফ হোসেন খানকে রাঙামাটি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব (উপসচিব) শাহ্ মোজাহিদ উদ্দিনকে বান্দরবান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) কায়ছারুল ইসলামকে টাঙ্গাইল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামানকে পাবনার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আরিফুজ্জামানকে শরীয়তপুর, অর্থ বিভাগে সংযুক্ত উপসচিব সুরাইয়া জাহানকে লক্ষ্মীপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমানকে কুমিল্লা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনী এবং বিদ্যুৎ বিভাগের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুর জেলার ডিসি করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ৬৪ জেলার ডিসির মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ডিসি আছে প্রশাসনের ২৪ ব্যাচের। এ ব্যাচের ডিসি আছেন ২৯ জন। আর ২৫ ব্যাচের ডিসি আছেন ১৫ জন। কিন্তু বৃহস্পতিবারের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ ব্যাচের ডিসি করা হয়েছে দু’জনকে। তারা হলেন– মোশারফ হোসেন খান ও শাহ্‌ মোজাহিদ উদ্দিন। বর্তমানে সব মিলিয়ে ডিসি পদে ২৫ ব্যাচের কর্মকর্তা হলেন ১৭ জন। অন্যদিকে, এ ব্যাচের জুনিয়র ২৭ ব্যাচ থেকে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে সাতজনকে।

প্রশাসন পর্যবেক্ষকদের মতে, সামনের দিনে ২৫ ব্যাচের ডিসি হওয়ার সম্ভাবনা কমার ইঙ্গিত রয়েছে। এতে মন খারাপ এই ব্যাচের ডিসির পদপ্রত্যাশী কর্মকর্তাদের। যদিও কেউ কেউ আশায় আছেন অল্পদিনের মধ্যে ডিসি পদে আরেকটি পরিবর্তন আসতে পারে। সে ক্ষেত্রে ২৫ ব্যাচের কর্মকর্তারা আরও মূল্যায়িত হওয়ার প্রতাশ্যা করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে ফেনীর ডিসি আবু সেলিম মাহমুদ-উল হাসানকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, লক্ষ্মীপুরের ডিসি আনোয়ার হোছাইন আকন্দকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব, রাঙামাটির ডিসি মোহাম্মদ মিজানুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব, বান্দরবানের ডিসি ইয়াছমিন পারভীন তিবরীজিকে বিদ্যুৎ বিভাগের উপসচিব এবং পাবনার ডিসি বিশ্বাস রাসেল হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি হিসেবে নিয়োগ পান। জেলা পর্যায়ে ডিসিরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকেন। এ ছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান উন্নয়ন কাজ তদারকি করেন ডিসিরা। তাই মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ বিভাগীয় কমিশনার হলেও গুরুত্বের দিক থেকে ডিসিদের বড় মর্যাদা রয়েছে।

বিভাগীয় কমিশনে পরিবর্তন

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই-৩) প্রোগ্রামের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্বে থাকা জিএসএম জাফরউল্লাহকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। গত সপ্তাহে বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার পদেও রদবদল এনেছে সরকার।

অন্যদিকে, চার জেলার ডিসিকে পৃথক চার বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ঢাকার ডিসি মমিনুর রহমানকে ঢাকা বিভাগে, শরীয়তপুরের ডিসি পারভেজ হাসানকে বরিশালে, কুমিল্লার ডিসি শামীম আলমকে চট্টগ্রামে এবং টাঙ্গাইলের ডিসি জসিম উদ্দীন হায়দারকে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ