আহসান হাবীব, এটিভি সংবাদ
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে বনানীর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে পরিবার থেকে কিছুই জানা যায়নি।
শুক্রবার (৭ জুলাই) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বনানীর একটি বাসা থেকে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর লাশ উদ্ধার করা হয়, যা ঝুলন্ত অবস্থায় ছিল। পরে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
কি কারণে অর্পিতা শাহরিয়ার কবির মুমু আত্মহত্যার পথ বেছে নিলেন? পারিবারিক কোন কলহের জেরে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন, এটিভি সংবাদ ডটকম’র সম্পাদক এস এম জামান। তিনি বলেন, যেহেতু এ মৃত্যু স্বাভাবিক নয় সুতরাং উল্লেখিত ঘটনাটি স্থানীয় প্রশাসন সঠিক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, অন্যথায় সমাজের কাছে বিষয়টি হবে প্রশ্নবিদ্ধ।