ঝিনাইদহ প্রতিনিধি, এটিভি সংবাদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঈদুল ফিরতের নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের মুসল্লীরা।
শুক্রবার সকালে হরিণাকুণ্ডু উপজেলা শহরে ফুটবল মাঠ এলাকায় এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার শিঙ্গা, শিতলী, ভালকী ও পায়রাডাঙ্গাসহ কয়েকটি গ্রামের শতাধিক মুসল্লিরা শরীক হন।
ইমামতি করেন ঈদ জামাত কমিটির সভাপতি বজলুুর রহমান। এছাড়াও উপজেলার পায়রাডাঙ্গা ও নিত্যানন্দপুরেও অনুরুপ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।