সাভার (ঢাকা) প্রতিনিধি, এটিভি সংবাদ
সাভারের হেমায়েতপুরে তেলবাহী লরি উল্টে দগ্ধ সাতজন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
এছাড়া দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়ার পথে নজরুল ইসলাম (৪৫) নামে একজন মারা যান। তার বাড়ি ময়মনসিংহে। এর আগে মঙ্গলবার ভোরে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরিশালের বাকেরগঞ্জের মিলন (২২), বরগুনার মিম (১০), আল আমিন (৩৫), নিরঞ্জন (৪৫), সাকিব (২৪), হেলাল (২১) ও রাজশাহীর আবদুস সালাম (৩৫)।
তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে সাকিব ও হেলালের শরীরে শতভাগ পুড়েছে। তাদের অবস্থা খুবই খারাপ। এছাড়া একজনের ৪৫ শতাংশ ও আরেকজনের ২০ শতাংশ পড়েছে। তাদের অবস্থাও গুরুতর।
তিনি জানান, অপর তিনজনের দগ্ধ কম। তাদের দ্রুত সেরে ওঠার সুযোগ আছে।