কুষ্টিয়া প্রতিনিধি //
অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।
আকিজ গ্রুপের করা এক মামলায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বটতৈল এলাকা থেকে কুষ্টিয়া মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে আকিজ এসেনশিয়াল লিমিটেডের এজিএম তোফায়েল হোসেন বাদী হয়ে ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় একটি প্রতারণার মামলা করেন
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সৌপর্দ করা হয়।
কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুর রশিদ দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল সমিতির সভাপতি। তিনি দেশের চাল সিন্ডিকেটের মূলহোতা বলে অভিযোগ রয়েছে। তার ইশারাতেই দেশে চালের দাম ওঠানামা করে বলে জানা গেছে।
পুলিশ জানায়, আকিজ গ্রুপের মোটা অংকের টাকা আত্নসাতের মামলাসহ ১৯টি মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, আবদুর রশিদের বিরুদ্ধে আকিজ গ্রুপের এক কর্মকর্তা অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে প্রতারণার মামলা করেন। তিনি অন্য আরও ১৯ মামলার পরোয়ানাভুক্ত আসামি। মঙ্গলবার রাত হয়ে যাওয়ায় তাকে থানা হাজতে রাখা হয়। আজ সকালে তাকে আদালতে সৌপর্দ করা হয়। এর আগে ২০২৩ সালের ১৬ নভেম্বর কুষ্টিয়া শহর থেকে রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের একটি মামলায় আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছিল।
এটিভি/অর্থ আত্মসাৎ/এম