https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ৩ - atv sangbad যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ৩ - atv sangbad
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলের ভুয়াপুরে নির্মিত মুক্তিযোদ্ধা ভবন এক দশক পরও কার্যক্রমহীন! আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব স্বৈরাচারের আমলে “দিনের ভোট রাতে” করায় ফ্ল্যাট পুরস্কার পাওয়া ১২ কর্মকর্তাকে দুদকে তলব! যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ৩ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার কলা কিনতে খরচ ৩৫ লাখ, কোটি টাকার দুর্নীতির অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি গ্রেফতার ডাকসুতে শিবির প্যানেলের বাইরে জয়ী হলেন যারা কোটালীপাড়ায় শতাধিক খাল দখল করে মাছ চাষ, নীরব ভূমিকায় প্রশাসন!

যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২:২০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ //

ঢাকা-নারায়ণগঞ্জ লিং রোডে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী চলন্ত বাসে ডিবি পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১৫ যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ওই বাসের চালক ও ২ হেলপারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ফতুল্লার মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— বাস চালক আরিফুল ইসলাম (৫০), দুই হেলপার আবু সাইদ (৩৫) ও শাওন (১৫)।

যাত্রীরা জানান, জিএস পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বুধবার রাতে ছেড়ে আসে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পৌঁছায়। এ সময় চালক যাত্রী নামানোর জন্য সাইনবোর্ড মোড়ে গাড়ি না রেখে কিছুটা দূরে মাহমুদপুর এলাকায় জেলা আঞ্চলিক পাসপোর্টের কাছে থামান। সেখানে কয়েকজন যাত্রী নামার সময় একদল যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে উঠেন। এরপর তারা বলেন, যাত্রীদের কাছে মাদক আছে তল্লাশি করা হবে। তখন চালক ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন।

এরমধ্যে ডিবি পুলিশ পরিচয় দেওয়া যুবকেরা অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ির যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের পরিহিত হাতের রুলি, গলার চেইন, কানের ঝুমকাসহ নগদ টাকা, যাত্রী রুবেল হোসেনের কাছ থেকে নগদ টাকাসহ অন্যান্য যাত্রীর কাছ থেকে টাকা পয়সা লুটে নেয়। এরপর ডাকাত দল জালকুড়ি এলাকায় নেমে গাড়ি ছেড়ে দেয়। ডাকাত দল যাওয়ার পর যাত্রীরা ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দেয়।

যাত্রীরা আরও জানান, বাস চালক ও হেলপারদের আচরণ সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় বাস চালক আরিফুল ইসলাম, দুই হেলপার আবু সাইদ ও শাওনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি তদন্ত করে যদি চালক ও হেলপারের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এটিভি/বাসে ডাকাতি/আটক ৩/এম 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ